1. লাভজনক/ উচ্চমূল্যের ফসল আবাদ সম্প্রসারণ করা ।
2. নতুন নতুন আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা ।
3. ফসলের রোগ পোকামাকড় দমনের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার।
4. নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক কৌশল ব্যবহার ।
5. ফসল উৎপাদনে আধুনিক সেচ প্রয়োগ পদ্ধতির ব্যবহার ।
6. স্মার্ট কৃষি কৌশল অবলম্বন করা (জিএপি) ।
7. উলম্ব/ ভার্টিক্যাল কৃষি কৌশল অবলম্বন করা।
8. পারিবারিক পুষ্টির উন্নয়নে বসতবাড়িতে ফল ও সবজি বাগান স্থাপন করা ।
9. নগর কৃষি তথা ছাদ বাগান জনপ্রিয় করা ।
10. ভাসমান বেডে সবজি চাষ জনপ্রিয় করা ।
11. আংশিক ছায়াযুক্ত স্থানে আদা,হলুদ, আনারস চাষ করা ।
12. সামান্য জলমগ্ন নিচু জমিতে লতিকচু চাষ করা ।
13. কৃষির বাণিজ্যিকীকরণে কৃষিতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা ।
14. কৃষিতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বৃদ্ধি করা (কৃষকের জানালা)।
15. উচ্চ মানসম্পন্ন বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণে কৃষকদেরকে দক্ষ করে তোলা।
16. ফলের মানসম্পন্ন চারা কলম উৎপাদনে নার্সারিম্যানদের দক্ষ করে তোলা ।
17. ফলের উৎপাদন বৃদ্ধিতে ফল গাছের সুষ্ঠ পরিচর্যাকরণে বাগানীদের প্রশিক্ষিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস