কি সেবা পাবেন 0১) কৃষির আধুনিক লাগসই ও টেকসই প্রযুক্তি সম্পর্কে তথ্য উপাত্ত 0২) কৃষি বিষয়ক যে কোন ধরনের পারামর্শ 0৩) বিভিন্ন কৃষি বিষয়ক আধুনিক প্রশিক্ষণ পাওয়া যাবে। 0৪) বিভিন্ন মাঠ ফসলের প্রদর্শনী স্থপান করা যাবে কৃষকের জমিতে 0৫) কৃষকের চাহিদা মোতাবেক সার প্রাপ্তির সহযোগিতা প্রদান করা হয় 0৬) বালঅইনাশকের লাইসেন্স প্রদান করা হয় 0৭) সম্প্রসারণ কমসূর্চী ব্যবস্থাপনার সাথে সংগতি রেখে কাযর্ক্রম যেমন, প্রদশর্নী, মাঠদিবস, ও দলীয় আলোচনার ব্যবস্থা ও পরিচালনা করা। 0৮)প্রকৃতিক দৃযোর্গে জন্য জরুরী অবস্থার বিশেষ জরিপ পরিচালনা।
কি ভাবে সেবা পাবেন
0১) মাঠ পর্যায়ে কর্মরত উপ সহকারী কৃষি অফিসারদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে 0২) প্রতিটি ইউনিয়নে স্থাপিত পরামর্শে কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি পরামর্শ নিতে পারেন 0৩) উপজলা ও জেলা কৃষি অপিসে উপস্থিতত হয়েও পরামর্শ গরহণ করতে পারেন। 0৪। জেলা উপজেলা অফিসে টেলিফোন করে এবং সংশ্লিষ্ট অফিসারদের সাথে তাদের ব্যক্তিগত মোবাইলে ফোনে যোগাযোগ করেও কৃষি বিষয়ক সেবা পেতে পারেন।
|
|||
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS